চাকমা ভাই বোনদের বুঝার সুবিধার্থে সসীম ধারা নামক অধ্যায়টি চাকমা ভাষায় পড়ানো হয়েছে। তোমরা যদি ক্লাস গুলে বুঝে থাকো এবং নতুন কিছু শিখে থাকো তাহলে নেখ্রে একাডেমি সম্পর্কে তোমার বন্ধুদের ও জানিয়ে দাও। আর কোন কিছু না বুঝলেও প্রশ্ন করতে পারো, আমাদের জানাতে পারো। তোমার মন্তব্য খুবই মূল্যবান আমাদের কাছে।
ইন্সট্রাক্টরঃ কৌশিক চাকমা, শিক্ষার্থী , ঢাকা বিশ্ববিদ্যালয়।